ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

বোয়ালমারীতে জোড়া খুন: অজানা ভবিষ্যতের শঙ্কায় ২ পরিবার

  হারুন-অর-রশীদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মে ৪, ২০২২
বোয়ালমারীতে জোড়া খুন: অজানা ভবিষ্যতের শঙ্কায় ২ পরিবার

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নিহত দুই জনের পরিবারে চলছে শোকের মাতম। ঈদ আনন্দের পরিবর্তে অজানা ভবিষ্যতের শঙ্কায় পরিবার দুটির স্বজনেরা দিশাহারা।

 

বুধবার (৪ এপ্রিল) সরেজমিনে নিহতদের বাড়ি গিয়ে দেখা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামে পাশাপাশি অবস্থিত পরিবার দুটিতে চলছে শোকের মাতম। নিহত কৃষক খায়রুল মোল্যার (৪৫) বাড়িতে কান্নার আওয়াজে ভারী হয়ে উঠেছে চারপশের পরিবেশ। নিহতের একমাত্র ছেলে ইয়াছিনের বয়স ১৫ বছর। নিহতের মা জরিনা বেগম (৭০) বলেন, ‘আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। যারা আমার ছেলেকে ঈদের দিন কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার চাই। ’

নিহত খায়রুল মোল্যার মেয়ে রাবেয়া বেগম বাড়ির উঠানে গড়াগড়ি খেতে খেতে কাঁদতে কাঁদতে বলেন, ‘ঈদের দিন আমি শ্বশুর বাড়ি মধুখালি থেকে বাবার বাড়ি গোহাইলবাড়ি আসছিলাম। বাবা আমাকে এগিয়ে আনতে দুপুরে বাড়ি থেকে বের হন। তখন গোহাইলবাড়ি গ্রামের আরিফের অনুসারী আমজেদসহ কয়েকজন আমার বাবাকে কুপিয়ে মেরেছে। ’ 

তিনি আরো বলেন, ‘আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই। ’

নিহত খায়রুলের স্ত্রী নাসিমা বেগম বলেন, ‘ঢাল, সড়কি, রামদা, চাইনিজ কুড়াল দিয়ে আরিফের লোকেরা আমার স্বামীকে হত্যা করেছে। ’

নিহত খায়রুল মোল্যার কয়েকটি বাড়ি পরেই প্রতিপক্ষের অতর্কিত হামলায় নিহত আকিদুল শেখের (৪৬) বাড়ি। প্রতিবেশীরা জানান, ঘটনার দিন আকিদুল তরমুজ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। একই গ্রুপের লোক হওয়ায় পথিমধ্যে আকিদুলকেও ওই দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।  

আকিদুল শেখের বাড়ি গিয়ে দেখা যায়, তার নির্মম হত্যাকাণ্ডে পরিবার ও প্রতিবেশীরা বাকরুদ্ধ। জন্মের সময় মা মারা যাওয়া আকিদুলের মেয়ে আছিয়ার বয়স মাত্র দুই বছর। মায়ের আদর বঞ্চিত আছিয়া এখনো জানে না তার বাবাও আর এই পৃথিবীতে বেঁচে নেই। আকিদুল শেখের চার ছেলের মধ্যে বড় ছেলে আজিজের বয়স ১৫ বছর, মেজ ছেলে রিয়াজুলের বয়স চৌদ্দ বছর, সেজ ছেলে মমিনের বয়স ১০ বছর এবং ছোট ছেলে মোস্তাকিনের বয়স সাত বছর।  

এতিম হয়ে পড়া এই পাঁচ শিশুর দায়িত্ব নিজের কাঁধে পড়ায় তাদের ভবিষ্যৎ এবং ভরণপোষণের সংস্থানের কথা ভেবে নির্বিকার আকিদুলের ৭০ বছর বয়সী অসুস্থ মা।  

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী-চরদৈতরকাঠি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের দিন মঙ্গলবার (৩ মে) প্রতিপক্ষের হামলায় আকিদুল মোল্যা (৪৬) ও খায়রুল শেখ (৪৭) নিহত হন। উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকীর সঙ্গে গোহাইলবাড়ি গ্রামের মরহুম বজলু খালাসির ছেলে আরিফ হোসেনের দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।  

গত ১৬ এপ্রিল স্থানীয় গোহাইলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে মোস্তাফা জামানের ও আরিফ হোসেনের দুই প্যানেলে নির্বাচিত অনুষ্ঠিত হয়। এতে মোস্তাফার প্যানেল বিজয়ী হয়। এরপর থেকে তাদের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। আরিফ হোসেনের বড় ভাই শরীফ হোসেন গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। আরিফ হোসেন ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম ফারুক হোসেনের সমর্থক এবং মোস্তফা জামান ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইমরান হোসেন নবাবের সমর্থক বলে এলাকা সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ০৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।