ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ঈদ উপহার দিল ‘শিশুদের হাসি ফাউন্ডেশন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, মে ১, ২০২২
কিশোরগঞ্জে ঈদ উপহার দিল ‘শিশুদের হাসি ফাউন্ডেশন’

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার (বস্ত্র ও খাদ্যসামগ্রী) তুলে দিয়েছে ‘শিশুদের হাসি ফাউন্ডেশন’ নামে স্কুল শিক্ষার্থীদের একটি সংগঠন।
 
রোববার (০১ মে) সকালে জেলার হোসেনপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৭০টি শিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দেয় সংগঠনটি।

ঈদ উপহার পাওয়া শিশুদের মুখে এ সময় হাসি ও ভীষণ খুশির আমেজ দেখা গেছে।

শিশু ছাড়াও এ সময় ৩০টি পরিবারের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণও করেছে সংগঠনটি।

শিশুদের হাসি ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হক রিয়াদ বাংলানিউজকে বলেন, ফাউন্ডেশনটি মূলত স্কুল শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় পরিচালিত একটি মানবিক সংগঠন। সংগঠনটি ২০১৭ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে আসছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।