ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

দাঁড়ানো ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ১, ২০২২
দাঁড়ানো ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ১ 

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে ইঞ্জিল আলী (৪০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশাটির আরও এক যাত্রী।

শনিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ওই বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইঞ্জিল আলী নড়াইল জেলার কালিয়া থানার রাজাপুর গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।  

ভাটই বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, ভাটই বাজার পুলিশ ক্যাম্পের সামনে টায়ার পাংচার হওয়ায় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় গাড়াগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি মাহেন্দ্র (অটোরিকশা) যাত্রী নিয়ে শহরের দিকে আসছিল। পথে ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ইঞ্জিলসহ অটোরিকশার দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে ইঞ্জিল আলী মারা যান।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মে ১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।