ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঈদযাত্রায় বাইকের রাজত্ব, একদিনে বঙ্গবন্ধু সেতু পার হলো ১৪ হাজার ২৫৬টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
ঈদযাত্রায় বাইকের রাজত্ব, একদিনে বঙ্গবন্ধু সেতু পার হলো ১৪ হাজার ২৫৬টি ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ যে যেভাবে পারছেন, সেভাবেই বাড়ি ফিরছেন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে অনেকে মোটরসাইকেলে করে যাত্রা শুরু করেছেন।

তাই সড়ক ও মহাসড়কগুলোতে এবার মোটরসাইকেলেরই যেন রাজত্ব।  

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু সেতু এলাকায় গিয়ে এমন চিত্রই দেখা যায়।

এ সেতুতে মোটরসাইকেলর (বাইক) জন্য করা হয়েছে আলাদা দুই লেন। তারপরও মোটরসাইকেলের চাপ সামাল দিতে পারছে না সেতু কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৬টা থেকে শনিবার (৩০ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত এ সেতু দিয়ে ১৪ হাজার ২৫৬টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে সাত লাখ ১২ হাজার ৮০০ টাকা।  

এছাড়া বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু হয়ে মোট ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে গেছে ২৫ হাজার ৭৮১টি যানবাহন। আর উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে পার হয়েছে ১৬ হাজার ৪১৮টি। এর আগে বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন সেতু পারাপার হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।