ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংবাদপত্র হকারদের ঈদ উপহার দিল বসুন্ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
সংবাদপত্র হকারদের ঈদ উপহার দিল বসুন্ধরা ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: সংবাদপত্র হকারদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রাঙ্গণে হকারদের পরিবারের জন্য শাড়ি দেওয়া হয়।

এ সময় সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এবং পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি এবং অন্যান্য সুপারভাইজাররা হকারদের মাঝে বিতরণের জন্য বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ঈদের উপহার গ্রহণ করেন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা মো. আবু তৈয়ব, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী প্রমুখ।

ছবি: রাজীন চৌধুরী

বসুন্ধরা গ্রুপের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা মো. আবু তৈয়ব বলেন, ‘আমাদের মিডিয়া হাউজের সঙ্গে যারা কাজ করেন, তারা আমাদেরই একটি অংশ। যে কোনো সময় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা তাদের জন্য এগিয়ে আসি। এই ঈদ উপহার প্রদান তারই একটি অংশ। ভবিষ্যতেও আমরা সবসময় তাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। ’

উপহার বিতরণকালে নঈম নিজাম বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে আমরা প্রতিবছর এই ঈদ উপহার দিয়ে থাকি। ’

‘এর আগেও প্রতিবছর রমজানের পর এবং ঈদের সময় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। এবারও তাদের পরিবারের জন্যে ঈদ উপহার দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে আমাদের এই বন্ধন দীর্ঘদিনের, এটা অব্যাহত থাকবে। ’

এনামুল হক চৌধুরী বলেন, ‘উনারা (হকার) কখনও হকার ছিলেন না, এখনও হকার নন। উনারা সংবাদপত্রসেবী, আমাদের ভাই। উনারা না থাকলে আমরা অসহায়। এই বিষয়টি মাথায় রেখে অতীতেও আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, এখনও আছি, আগামীতেও থাকবো। ’

ছবি: রাজীন চৌধুরী

ঈদের উপহার গ্রহণ শেষে সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাজী মো. সাহাবুদ্দি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ প্রতিবছর তৃণমূলের হকারদের জন্য আমাদের মাধ্যমে ঈদের উপহার প্রদান করে। এবারও তৃণমূলের হকারদের জন্য ঈদের উপহার দেওয়ায় আমরা বসুন্ধরা গ্রুপকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। ’

পত্র-পত্রিকা বিতরণকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ঈদের উপহার গ্রহণ করেন  সিটি সুপারভাইজার আব্দুর রহিম বুলু। তিনি বলেন, ‘আমাদের এমন অনেক হকার আছেন, যাদের ঈদের সময় একটা শাড়ি কেনার সামর্থ্য নেই। যারা একটা কাপড় পেলে ভীষণ খুশি হয়। আমি এ জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই। ’

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
আরকেআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।