কক্সবাজার: কক্সবাজারের রামুতে চালককে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে সংঘবদ্ধ চক্র।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনগত রাতে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান ফ্যাক্টরির পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার টমটম চালক জাফর আলম (৪০) কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের করিম সিকদারপাড়া এলাকার মৃত আবদুল গনির ছেলে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, বুধবার সকাল ১১টার দিকে প্রধান সড়কের পাশে ঝোপের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে অবহিত করেন। পরে তিনি রামু থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, নিহত জাফর আলম ইজিবাইক চালাতেন। আমাদের প্রাথমিক ধারণা, সংঘবদ্ধ চক্র গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত জাফর আলমের ভাতিজা জায়তুন নুর জানান, জাফর আলম কিস্তিতে নেওয়া ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। তার দুই ছেলে, এক মেয়ে রয়েছে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন একেবারেই নিঃস্ব হয়ে গেছে।
এ ঘটনার মাসখানেক আগে রামুর খুনিয়াপালংয়ে এক কিশোর চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করে সংঘবদ্ধ চক্র। পরে র্যাবের অভিযানে ওই হত্যাকাণ্ডে জড়িতরা ধরা পড়লেও বন্ধ হয়নি এ অপকর্ম। এক সপ্তাহ আগেও রামু উপজেলার ঈদগড়ে শহিদুল ইসলাম নামে এক মোটরবাইক চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এসবি/এমজেএফ