ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

তারাকান্দায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
তারাকান্দায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২  ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছেন। নিহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে নিহত নারীর বয়স আনুমানিক (৫০) এবং নিহত পুরুষ ব্যক্তিটির বয়স ৩০ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।  

এছাড়াও এই সংর্ঘষের ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বুধবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৯ টার দিকে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের বাগুন্দা মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।  
তিনি জানান, একটি যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহে আসার পথে বাগুন্দা মোড় নামক স্থানে বিপরিত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।  

ওসি জানান, এ ঘটনায় চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।