ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

মিরপুরে লিপি হত্যা: আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
মিরপুরে লিপি হত্যা: আসামি গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: মিরপুরে লিপি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তবে প্রাথমিকভাবে আসামির নাম পরিচয় জানা যায়নি।

সোমবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের বিষয়ে সোমবার দুপুরে দেড়টার দিকে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, রোববার (১৭ এপ্রিল) দিনগত রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মিরপুরের উত্তর পীরেরবাগের একটি টিনশেড বাড়ি থেকে গৃহবধূ লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লিপির বাড়ি পাবনা আতাইকুলা উপজেলায়।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এসজেএ/জেডএ

***মিরপুরে টিনশেড বাড়িতে গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।