ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

দুই স্ত্রীর চাপে দিশেহারা স্বামী, অতঃপর বিষপান! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
দুই স্ত্রীর চাপে দিশেহারা স্বামী, অতঃপর বিষপান! 

মেহেরপুর: দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটা করায় প্রথম স্ত্রীর সঙ্গে শুরু হয় ঝগড়া। এর জেরে আব্দুল মজিদ ওরফে সমেজ আলী (৪৫) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

রোববার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে বিষপান করেন তিনি। আব্দুল মজিদ গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার আবু মুসার ছেলে।

আব্দুল মজিদের ছেলে পারভেজ হোসেন (১২) বলে, আমার বাবা আমাদের দুই ভাই-বোনের জন্য ঈদের বাজার করে দেননি। কিন্তু তিনি ছোট মা মাহিরন নেছাকে নিয়ে গতকাল শনিবার বিকেলে ঈদের মার্কেট করতে যান। এ কারণে আমার মায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়। ঝগড়ার জেরে সন্ধ্যার দিকে মাকে (জোছনা খাতুন প্রথম স্ত্রী) মারধর করেন বাবা। আজ সকালে আবারও বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার জেরে বিষপান করেন বাবা।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এমকে রেজা জানান, আব্দুল মজিদের বিষ উত্তোলন করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।