ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে সাড়ে ১৯ লাখ চিংড়ির রেণু পোনাসহ আটক ২৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
বরিশালে সাড়ে ১৯ লাখ চিংড়ির রেণু পোনাসহ আটক ২৭

বরিশাল: বরিশালে ১৯ লাখ ৫০ হাজার চিংড়ির রেণু পোনাসহ ২৭ জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে নগরের আমতলার মোড়ে অভিযান চালিয়ে চিংড়ির রেণু পোনাসহ তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের বরিশাল স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী বলেন, অভিযান পরিচালনার সময় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ৬৫টি ড্রামে ১৯ লাখ ৫০ হাজার পিস গলদা চিংড়ির রেণু পোনা জব্দসহ ২৭ জনকে আটক করা হয়। পাশাপাশি রেণু পোনা বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে। ট্রাকভর্তি রেণু পোনা পটুয়াখালীর কালাইয়া থেকে বাগেরহাটের ফকিরহাটে যাচ্ছিল।

আটকদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া চিংড়ির রেণু পোনা নদীতে অবমুক্ত করা হবে বলে জানান কোস্টগার্ডের স্টেশন কমান্ডার।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।