ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

প্রাইভেটকারের ওপরে উঠে গেল বাস, আহত ১২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
প্রাইভেটকারের ওপরে উঠে গেল বাস, আহত ১২

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস আড়াআড়ি উল্টে প্রাইভেটকারের ওপর উঠে গিয়ে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকার চালকসহ বাসের অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হানিফ পরিবহনের একটি বাস জয়পুরা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়ি হয়ে উল্টে গিয়ে অপরদিক থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকারের ওপরে উঠে যায়। এতে প্রাইভেকারের চালক গুরুতর আহত হন।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, গুরুতর আহত একজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এছাড়াও আরো ১০-১২ জন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। দুর্ঘটনাটি পরিবহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে সড়ক উন্নয়ন কাজের জন্য ৪ ইঞ্চি করে যে গর্ত করা হয়েছে, সেখানে চাকা পড়েই গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, এপ্রিল ২২,২০২২
এসএফ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।