ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের বাকসু ভবনের সামনের পুকুর থেকে সীমান্ত কর্মকার নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই ছাত্রকে অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল (শেবাচিম) কলেজ হাসপাতালে পাঠায়।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীমান্ত বরিশাল নগরের শের-ই-বাংলা সড়কের অরুন কর্মকারের ছেলে। তিনি সরকারি আলেকান্দা কলেজের উচ্চ মাধ‌্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্বজনদের বরাত দিয়ে শেবাচিমের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, দুপুর ১টার দিকে ব্রজমোহন কলেজের বাকসু ভবনের সামনের পুকুরে বন্ধুদের নিয়ে গোসল করতে নামেন সীমান্ত। গোসলের এক পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা করতে গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর দেড়ঘণ্টা সন্ধান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা সীমান্তকে পুকুর থেকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।