ঢাকা, শনিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ জুন ২০২৪, ২৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

মিঠাপুকুরে ১০টি করাতকল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
মিঠাপুকুরে ১০টি করাতকল বন্ধ

রংপুর: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি করাতকল বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযান পরিচালনা করেন।

 

উপজেলার বালুয়া মাসিমপুর, চেংমারী ও ময়েনপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। এসময় করাতকলের সরঞ্জামাদি জব্দ করা হয়।

মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, অবৈধ করাতকলের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ করাতকল বন্ধ করে দেয়া হবে। সংরক্ষিত বন রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।