ঢাকা: নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যকার সংঘর্ষে নিহত নাহিদ হাসানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দপুরে ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী তার মৃতদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডা. ফারহানা ইয়াসমিন।
এর আগে বেলা ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিউমার্কেট থানার পরিদর্শক ইয়াসিন কবির মৃতদেহের সুরতহাল প্রস্তুত করেন।
সুরতহাল প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, নাহিদের মাথার পাশাপাশি চার জায়গায় কাটা জখম রয়েছে। কপালের ডান পাশে, নাকের বাম পাশে, দুই হাতে বিভিন্ন জায়গায় ও পিঠে পাশাপাশি ৩টি কাটা জখম। এছাড়া বাম পায়ে গোড়ালির নিচে সহ দুই পায়েই নীলাফুলা জখম রয়েছে।
সুরতহাল প্রতিবেদনে ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ উল্লেখ করেছে, নিউমার্কেট এলাকায় মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন নাহিদ। তখন পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
নাহিদ এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান মার্কেটে ‘ডি লিংক’ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ করতেন। মঙ্গলবার কামরাঙ্গীরচরের বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে নিউমার্কেটের সংঘর্ষের মাঝে পড়েন তিনি। এতে গুরুতর আহত হয়ে রাত ৯টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহত নাহিদের বাবা নাদিম মিয়া জানান, প্রথমে নাহিদের মরদেহ নেওয়া হবে কামরাঙ্গীরচরের বাসায়। সেখানে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার দাফন হবে।
আরও পড়ুন:
ঢামেকে মৃত্যুর সঙ্গে লড়ছেন নাহিদ-মোরসালিন
নিউমার্কেটে সংঘর্ষে আহত নাহিদ মারা গেলেন
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এজেডএস/এমজেএফ