ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে পিস্তল-গুলিসহ অস্ত্র বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, এপ্রিল ২০, ২০২২
বেলকুচিতে পিস্তল-গুলিসহ অস্ত্র বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ হারুন-অর-রশিদ (৩৭) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর একটি দল।  

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার রান্ধুনীবাড়ী কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হারুন-অর-রশিদ বেলকুচি উপজেলার বয়রা মাছুম গ্রামের নূর হোসেন সরকারের ছেলে। তার বর্তমান ঠিকানা একই উপজেলার নাকফাটা পশ্চিমপাড়া গ্রাম।  

বুধবার (২০ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর রিফাত-বিন-আসাদ।  

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রান্ধুনীবাড়ী কবরস্থান মোড়ে পাকা রাস্তার পাশে অভিযান চালিয়ে হারুন-অর-রশিদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিলেন।  

এ ঘটনায় তার নামে মামলা দায়েরের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ