ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, এপ্রিল ২০, ২০২২
দৌলতপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় খলসী ইউনিয়নে বজ্রপাতে ফিরোজা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার খলসী ইউনিয়নের রৌহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফিরোজা ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।  

জানা যায়, সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ফিরোজা নিজ জমিতে ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। এসময় ঝড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সঙ্গে সঙ্গে তার শরীরের বেশকিছু অংশ ঝলসে যায়। গুরুত্বর অবস্থায় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরুল হাসান বাংলানিউজকে বলেন, বজ্রপাতে খলসীর রৌহা এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে বলেও শুনেছি। বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি দুঃখজনক।  

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।