ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সালথায় সংঘর্ষের ঘটনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
সালথায় সংঘর্ষের ঘটনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাট 

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় ফসলি জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
 
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার আজলপুঁটি ও নোওয়াপাড়া গ্রামে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এসময় ৮-১০টি বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এর আগে, একই ঘটনায় গত বুধবার (১৩ এপ্রিল) দুপুরে স্থানীয় কামাল হোসেন ও মো. গিয়াস উদ্দিনের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

এ ব্যাপারে গিয়াসউদ্দিন বাংলানিউজকে বলেন, স্থানীয় কামাল হোসেনের লোকজন বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ও শুক্রবার সকালে আমাদের লোকজনের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

গিয়াস বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিবেশ শান্ত হয়। আবার পুলিশ চলে গেলে কামালের লোকজন বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়।  

এ ব্যাপারে কথা বলতে কামাল হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।  

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আপাতত ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ