ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় ট্রাক চালক নিহত দুর্ঘটনাতবলিত ট্রাক

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলন্ত একটি ট্রাকে ধাক্কা দিয়ে অপর ট্রাকের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১১টায় মহাসড়কের সদর উপজেলার রাবনা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. নবীন হোসেন।

নিহত ট্রাকচালক রংপুরের মিঠাপুকুর উপজেলার হিজলপুর গ্রামের শাহজাহানের ছেলে মো. হুমায়ন (৩৫)।

এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, মিঠাপুকুর থেকে আলু নিয়ে ট্রাকে করে চালক হুমায়ন ঢাকার দিকে যাচ্ছিলেন। রাবনা এলাকায় পৌঁছার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি চলন্ত ট্রাককে ধাক্কা দেন। এতে তার ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে আটকা পড়েন হুমায়ন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

পুলিশ বক্সের এএসআই মো. নবীন হোসেন বাংলানিউজকে জানান, বিষয়টি হুমায়নের পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।