ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ফাইল ছবি

নীলফামারী: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে কবির মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

বুধবার (৬ এপিল) বিকেল সোয়া ৫টার দিকে জেলা শহরের কলেজ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

কবির মিয়া একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গরু নিয়ে রেল লাইন অতিক্রম করছিলেন কবির মিয়া। এ সময় সৈয়দপুর থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।