ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

পুকুর খননের সময় ২১৫ কেজির কষ্টিপাথর সদৃশ্য মুর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
পুকুর খননের সময় ২১৫ কেজির কষ্টিপাথর সদৃশ্য মুর্তি উদ্ধার

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলায় পুকুরের মাটি খনন করার সময় ২১৫ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ্য একটি বিষ্ণুমুর্তি পেয়েছেন স্থানীয়রা।  

বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে এই মুর্তিটি পাওয়া যায়।

পরে মুর্তিটিকে দেখতে ভিড় জমান এলাকাবাসী।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের নেহাল উদ্দিনের ছেলে আতাউর রহমানের ভেকু মেশিন দিয়ে একটি পুকুর খননের কাজ চলছিল। এ সময় মুর্তিটি পেয়ে গ্রামের কয়েকজনকে জানায় ভেকু মেশিন অপারেটর। পরে বিষয়টি জানাজানি হলে মুর্তিটি নিজ হেফাজতে নেয় বিরল থানা পুলিশ।

এ বিষয়ে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মুর্তিটি উদ্ধার করা হয়। এর ওজন ২১৫ কেজি। সাধারণভাবে মনে হচ্ছে এটি কষ্টি পাথরের মুর্তি। বিষয়টি নিশ্চিত হতে মুর্তিটি স্বর্ণকারের কাছে নিয়ে যাওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।