ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে শেষ হলো সপ্তাহব্যাপী নাট্যোৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২২
সিরাজগঞ্জে শেষ হলো সপ্তাহব্যাপী নাট্যোৎসব

সিরাজগঞ্জ: বিশ্ব নাট্যদিবস উপলক্ষে সিরাজগঞ্জে শেষ হলো সপ্তাহব্যাপী নাট্যোৎসব। শুক্রবার (১ এপ্রিল) রাতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে নাট্যাধার প্রযোজিত "ছাগতত্ব" নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে এ উৎসবের সমাপনী হয়।

শাহীন রহমান রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন মাহমুদুল হাসান লালন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার।  

অন্যান্যের মধ্যে জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা যুগ্ম সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী, নাট্যকসর শাহীন রহমান বক্তব্য দেন।

এর আগে শনিবার (২৬ মার্চ) সপ্তাহব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও ইসাবেলা ফাউন্ডেশনের সহযোগিতায় এ নাট্যোৎসবে ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন সংগঠনের পরিবেশনায় ৪টি নাটক ও দুটি যাত্রাপালা মঞ্চায়ন হয়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।