নীলফামারী: বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকলস বলেছেন, কানাডা ও বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পেরিয়েছে। ভালো বন্ধু রাষ্ট্র, হিসেবে এই সর্ম্পক চিরকাল অটুট থাকবে আমাদের।
বুধবার (৩০ মার্চ) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পরিচালিত জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এছাড়া তিনি ব্র্যাক পরিচালিত জলঢাকার মাল্টি ক্লাসরুম শিশু নিকেতন পরিদর্শন করেন। হাই কমিশনার লিলি নিকলস বিদ্যালয় পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার ওপর জোর দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কানাডা হাই কমিশনের হেড অফ এইড পেড্রো মুন মরিস, সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাডভাইজার রাইফুল জান্নাত, হাই কমিশনের ফিল্ড সাপোর্ট সার্ভিস প্রজেক্টের টেকনিক্যাল স্পেশালিস্ট এএইচএম মহি উদ্দিন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক শাফি রহমান খান, এজিএম অমল কুমার বিশ্বাস, আঞ্চলিক ব্যবস্থাপক সুরেশ চন্দ্র রায়, সিনিয়র এলাকা ব্যবস্থাপক আনিসুর রহমান ও প্রধান শিক্ষক মির্জা এমএ গালিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকরা।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এনটি