ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে লিলি কেমিক্যালে আগুন, দগ্ধ ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
রূপগঞ্জে লিলি কেমিক্যালে আগুন, দগ্ধ ৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণ গোলাকান্দাইল এলাকায় লিলি কেমিক্যালে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন।

তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাত ১১টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সত্রপাত কীভাবে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, এ ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছেন। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয় বলে আমরা জেনেছি। তাদেরকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
                 
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।