ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পেট্রোল বোমায় ঝলসে যাওয়া অঞ্জনকে প্রধানমন্ত্রীর সহায়তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
পেট্রোল বোমায় ঝলসে যাওয়া অঞ্জনকে প্রধানমন্ত্রীর সহায়তা

ঢাকা: ২০১৫ সালে বিএনপি-জামায়াতের আন্দোলন চলাকালে আগুনে মারাত্মকভাবে ঝলসে যাওয়া অঞ্জন কুমার দে -কে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে সঞ্চয় পত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া তার অফিস কক্ষে অঞ্জন কুমারের কাছে হস্তান্তর করেন।

পেট্রোল বোমার আঘাতে অঞ্জন কুমার কাজ করার ক্ষমতা হারিয়ে কর্মহীন হয়ে পড়ায় তার কিশোরী দুই কন্যার লেখাপড়ার জন্য এ সঞ্চয়পত্র দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এমইউএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।