ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

পঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গে দশম শ্রেণির ছাত্রের বিয়ে দিলেন শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
পঞ্চম শ্রেণির ছাত্রীর সঙ্গে দশম শ্রেণির ছাত্রের বিয়ে দিলেন শিক্ষক

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক দশম শ্রেণিতে অধ্যয়নরত নিজের ছেলের বিয়ে দিয়েছেন তার স্কুলের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্রীর সঙ্গে। বিষয়টি কয়েকদিন গোপন থাকলেও জানাজানি হয়ে যায়, যখন নতুন বর শ্বশুর বাড়িতে বেড়াতে যায়।

গত শুক্রবার দুই পরিবারের সদস্যরা গোপনে বিয়ের আয়োজন সারলেও সোমবার (২৮ মার্চ) তা জানাজানি হয়। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সরেজমিনে ঘটনার সত্যতা পেয়েছেন। এ ঘটনায় বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকায় ওই স্কুল শিক্ষিকাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

ওই শিক্ষকের দাবি, তার ছেলে সম্প্রতি পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের দাবিতে সে নাওয়া-খাওয়া ছেড়ে দেয়। এমনকি আত্মহত্যারও চেষ্টা চালায়। যে কারণে বাধ্য হয়ে তাদের বিয়ে দিয়েছেন।

ইউএনও শামীম ভুইয়া বলেন, বাল্যবিবাহের ঘটনাটি জানার পর অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। এছাড়া মহিলাবিষয়ক অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।

তিনি বলেন, এ ঘটনায় কাজিকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডেকে আনা হয়েছিল। বাল্যবিবাহ পড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন তিনি। কাজির বিষয়েও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।