ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।  

শনিবার (২৬ মার্চ) সকালে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে ডিআরইউ সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় ডিআরইউ’র দপ্তর সম্পাদক রফিক রাফি, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, এস কে রেজা পারভেজ ও মো. তানভীর আহমেদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।  

এদিকে ২৫ মার্চ (শুক্রবার) জাতীয় গণহত্যা দিবসে সন্ধ্যায় ডিআরইউ প্রাঙ্গণে ‘গেরিলা’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২২
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।