ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

কিশোরের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
কিশোরের বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আলী (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব সাপখাওয়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব সাপখাওয়া  এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করতে সাপখাওয়া-ব্যাপারীহাট সড়ক দিয়ে হেঁটে বাড়ির পাশের মসজিদে যাচ্ছিলেন। তখন বিপরীত দিক থেকে রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম হাজিরমোড়  গ্রামের শহিদুল ইসলামের ছেলে বাদশা মিয়া (১৪) দুই আরোহীসহ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিল।

এ সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আলীকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যদের মাধ্যমে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদশে সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এফইএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।