ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

নিজ প্রতিষ্ঠানেই ঝুলছিল মালিকের লাশ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
নিজ প্রতিষ্ঠানেই ঝুলছিল মালিকের লাশ 

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে মহসিন রেজা (৩৫) নামে এক ব্যক্তি নিজ প্রতিষ্ঠানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৩ মার্চ) দুপুরে ধানমন্ডি মডেল থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

মহসিন স্ত্রী নাসিমা ও দুই সন্তানকে নিয়ে মিরপুর পীরেরবাগ এলাকায় থাকতেন।

নিহত মহসিনের বড় ভাই মোহাম্মদ আলী বলেন, ধানমন্ডির ৭ নম্বর রোডে তারা ফ্যাশন অ্যান্ড লেডিস টেইলার্স নামের একটি প্রতিষ্ঠান রয়েছে মহসিনের। তিনদিন পর রোববার সকাল ৮ টার দিকে বাসা থেকে বেরিয়ে সেখানে যায় সে। বেলা ১১টার দিকে কর্মচারী নুরুল ইসলাম দোকানে গিয়ে দেখে, দরজা খোলা। ভেতরে ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস নেয় মহসিন। ওই কর্মচারী স্বজনদের ও থানায় খবর দেয়।

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুর আহমেদ বলেন, খবর পেয়ে দুপুরে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

স্বজনরা জানিয়েছেন, মহসিনের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাতপুর উপজেলার চিনাপুকুরিয়া গ্রামে। তার বাবার নাম আলাউদ্দিন ও মা তারা বেগম।

বাংলা‌দেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।