ঢাকা, বুধবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জুন ২০২৪, ০৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

থানার নির্মাণাধীন ভবনের পাশে যুবকের মরদেহ

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
থানার নির্মাণাধীন ভবনের পাশে যুবকের মরদেহ

বেনাপোল (যশোর): বেনাপোল বাইপাস সড়কে নির্মাণাধীন পোর্ট থানার পাশ থেকে হান্নান মৃধা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করা হয়।

হান্নান চাঁদপুর জেলার বিষ্ণুদি রোডের আবুল হোসেন মৃধার ছেলে।

স্থানীয়রা জানান, আকাশমনী গাছের সঙ্গে একটি দড়ি দিয়ে ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কে বা কারা রাতে তাকে মেরে গাছে ঝুলিয়ে হত্যা করে এখানে রেখে গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহটির পকেটে থাকা জাতিয় পরিচয় পত্র দেখে শনাক্ত করা হয়েছে তার বাড়ি চাঁদপুর জেলায়। চাঁদপুর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, সে কয়েকদিন ধরে নিখোঁজ ছিল।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দ্রুত তদন্ত করে এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।