ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

দিনাজপুর: দিনাজপুরের খানসামায় সহপাঠীদের সঙ্গে‌ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে লাবিব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার পার্শ্ববর্তী আত্রাই নদীতে এ ঘটনা ঘটে।

 

লাবিব উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। সে খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।  

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে লাবিব তার দুই সহপাঠীর সঙ্গে আত্রাই নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে গভীর পানিতে ডুবে যায় সে। পরে তার সঙ্গে থাকা দুই বন্ধু উদ্ধার করতে গেলে তারাও ডুবে যায়৷ বিষয়টি দেখতে পেয়ে নদীতে মাছ ধরতে থাকা এক জেলে জাল দিয়ে দুজনকে উদ্ধার করলেও লাবিবকে খুঁজে পায়নি। পরে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে যাওয়ার পর স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।