ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
সাভারে ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভার (ঢাকা): সাভারে নাভানা ফার্নিচার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (০৬ মার্চ) বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার নাভানা ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৪টা ১৫ মিনিটে নাভানা ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ডাম্পিংয়ের কাজ চলছে। এটা শেষ হলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ জানানো যাবে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণও বলা যাচ্ছে না। পানি সল্পতার কারণে আগুন নেভাতে একটু সময় বেশি লেগেছে বলে জানান নুরুল ইসলাম।

আরও পড়ুন:
সাভারে ফার্নিচার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ০৬ মার্চ, ২০২২
এসএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।