ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নকলায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
নকলায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু প্রতীকী ছবি

শেরপুর: শেরপুরের নকলায় খালের পানিতে পড়ে জুলেখা বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

রোববার (৬ মার্চ) বেলা ১১টার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

জুলেখা বেগম নারায়ণখোলা বেপারীপাড়া এলাকার মৃত জামির বেপারীর স্ত্রী।  

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মানসিক ও মৃগী রোগী হওয়ায় জুলেখা বেগমকে ঘরে আটকে রাখা হতো। গত শনিবার (৬ মার্চ) রাতে তিনি ঘর থেকে বেরিয়ে যান। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাননি। রোববার সকালে বাড়ির পাশে নারায়ণখোলা বাজারে প্রবেশের পথে ব্রিজের নিচে খালের পানিতে বৃদ্ধার ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও পরিবারের লোকজন গিয়ে জুলেখা বেগমের মরদেহ শনাক্ত ও উদ্ধার করে।  

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।