ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউক্রেন থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
ইউক্রেন থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত

ঢাকা: ইউক্রেন থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত।   শুক্রবার (৪ মার্চ) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এ কথা জানান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আমরা সব সময় আমাদের প্রতিবেশীসহ অন্যদের সহযোগিতা করতে চাই। মাঠ পর্যায় থেকে সাহায্যের অনুরোধ এলে আমরা তা বিবেচনা করি।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনের বিভিন্ন স্থানে আটকে থাকা ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিদের উদ্ধার করতে ভারতকে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১৬টি ফ্লাইটে করে ইউক্রেন ছেড়ে আসা অধিকাংশ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হবে। ভারতীয়দের ফিরিয়ে আনার চাপ কমে আসছে। এখন অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।