ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় ছেলে নিহত, বাবা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
কালিহাতীতে ট্রেনের ধাক্কায় ছেলে নিহত, বাবা আহত ফাইল ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহ (৩৫) নামে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা।

 

শুক্রবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত আব্দুল্লাহ একই উপজেলার গোহালিয়াবাড়ী এলাকার মাওলানা আলাউদ্দিনের ছেলে।  

জানা গেছে, মোটরসাইকেল যোগে আব্দুল্লাহ তার বাবা আলাউদ্দিনকে নিয়ে ওয়াজ মাহফিলের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে সরাতৈল রেলক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেলটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় আরোহী বাবা আলাউদ্দিন ট্রেন দেখে মোটরসাইকেল থেকে তারাহুরো করে নামতে গিয়ে আহত হলেও রেল লাইন থেকে সরে যান। আর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের চালকের আসনে থাকা ছেলে আব্দুল্লাহ। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন মাস্টার (ইনচার্জ) মাছুম আলী খান বলেন, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল। কিন্তু হতাহতরা স্থানীয় হওয়ায় মরদেহ নিহতের স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।