ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর বনানী থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

গ্রেফতাররা হলেন- মো. আরিফ হোসেন (২৬), মো. মিজানুর রহমান (২৭) ও রফিকুল ইসলাম (২৭)।

অভিযানে তাদের কাছ থেকে পর্নো সরবরাহের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল, সিপিইউ, মনিটরসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বনানী থানাধীন মহাখালী সাততলা, বটতলা বাজার ও লাকি খান মসজিদের উত্তরপাশে একটি দোকানে পর্নোগ্রাফি বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সে সময় ওই তিনজনকে গ্রেফতার করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরেই দোকান পরিচালনার আড়ালে পর্নোগ্রাফি সরবরাহ করে আসছিল।  

গ্রেফতারদের বিরুদ্ধে বনানী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এসজেএ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।