ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ইউক্রেন ইস্যুতে জলবায়ু অর্থায়ন বাধাগ্রস্ত হতে পারে: ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
ইউক্রেন ইস্যুতে জলবায়ু অর্থায়ন বাধাগ্রস্ত হতে পারে: ড. মোমেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ইউক্রেন ইস্যুতে ভূ-রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে জলবায়ু খাতে অর্থায়ন বাধাগ্রস্ত হতে পারে। ’

জার্মানির ৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এক অধিবেশনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ড. মোমেন নিরাপত্তা সম্মেলনে আরেকটি অধিবেশনে ‘করোনা মহামারি থেকে বেরিয়ে আসার উপায়’ শীর্ষক বক্তব্য দেন। পররাষ্ট্রমন্ত্রী এ সময় টিকার সমতা ও উন্নয়নশীল দেশগুলোতে টিকা উৎপাদন প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি জার্মানি ও ফ্রান্সের উদ্দেশে দেশত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সেখানে পৃথক নিরাপত্তা সহযোগিতা বিষয়ক সম্মেলনে অংশে নেওয়ার কথা রয়েছে তার। মিউনিখের নিরাপত্তা সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রী জার্মানি থেকে প্যারিস যাবেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।