ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হার কমেছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন হার কমেছে মন্ত্রিসভার বৈঠকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বিগত ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়য়ের হার ১৯ দশমিক ১ শতাংশ কমেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২১ সালের চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর থেকে ডিসেম্বর) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

বৈঠকের কার্যবিবরণীতে গত তিন বছরের মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পরিসংখ্যান তুলে ধরা হয়। তা থেকে জানা গেছে, ২০১৯ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর) মন্ত্রিসভায় ২৫৮টি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে বাস্তবায়িত হয়েছে ২৫১টি, সিদ্ধান্ত বাস্তবায়নে হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২০ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে ২৫১টি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে বাস্তবায়িত হয়েছে ২৩২টি, সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। ২০২১ সালে (জানুয়ারি থেকে ডিসেম্বর) মোট সিদ্ধান্ত হয়েছে ১৮০টি আর বাস্তবায়ন হয়েছে ১৩২টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ।

২০২০ সালের তুলনায় ২০২১ সালে মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়য়ের হার ১৯ দশমিক ১ শতাংশ কমেছে। একই সঙ্গে গত বছরের (২০২১) চতুর্থ ত্রৈমাসিকে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৬০ দশমিক ৭১ শতাংশ। যা এর আগের বছর (২০২০) একই সময়ে ছিল ৫৬ দশমিক ১০ শতাংশ। কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও বাস্তবায়নের এ হার আশাব্যঞ্জক বলে ব্রিফিংয়ে জানানো হয়।

গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৬টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ৫৬টি। এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে ৩৪টি আর ২২টি বাস্তবায়নাধীন রয়েছে। ২০২০ সালের একই সময়ে ১২টি মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয় ৮২টি। সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছ ৪৬টি।

গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে কোন নীতি বা কর্মকৌশল অনুমোদন পায়নি। এ সময়ে ৩টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে, আর সংসদে আইন পাস হয়েছে ৯টি। ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে চারটি নীতি বা কর্মকৌশল, ২টি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। সে সময়েও সংসদে ৯টি আইন পাস হয়েছিল।

বাংলাদেশ সময়:১৬৫৬ ঘণ্টা, ৭ নভেম্বর, ২০২২
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।