ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার  প্রতীকী ছবি

পিরোজপুর: সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় ইসমাইল হোসেন (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে।

রোববার (০৬ ফেব্রয়ারি) নিহতের মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়েছে।

ইসমাইল হোসেন উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের আব্দুল আজিজ হোসেনের ছেলে।  

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, প্রায় ১০ দিন আগে স্থানীয় ট্রলার মালিক মো. হারুনের মাছ ধরা ট্রলারে স্থানীয় ১০ জেলে মাছ ধরতে সাগরে যান। গত শুক্রবার রাতে তারা ঝড়ের কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও ইসমাইল হোসেনসহ তিনজন নিখোঁজ হন। গত শনিবার রাতে জেলেরা ইসমাইলের মরদেহ সাগরে ভাসতে দেখে উদ্ধার করেন। তাকে রোববার সকালে নিজ বাড়িতে দাফন করা হয়।

এখনো ওই ট্রলারের দুইজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন-উপজেলার ছোটমাছুয়া গ্রামের নুরুল ইসলাম সর্দারের ছেলে আলমগীর হোসেন সর্দার ও একই গ্রামের মৃত হাকিম হোসেনের ছেলে মো. বাচ্চু মিয়া (২৮)।

জানা গেছে ওই রাতে ঝড়ের কবলে পড়ে সাগরে ১৮টি ট্রলার ডুবে যায়। এদের মধ্যে ১২টি ট্রলার উদ্ধার হয়েছে। এ সময় নিহত দুইজনের মরদেহ উদ্ধার ও আরও ১২ জন এখনো নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।