ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাংবাদিক শিমুল হত্যা: ৫ বছরেও বিচার শুরু হয়নি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
সাংবাদিক শিমুল হত্যা: ৫ বছরেও বিচার শুরু হয়নি ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকী আজ। দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করলো সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, আব্দুল হাকিম শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালী ও সমাবেশ।

এসব কর্মসূচিতে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা ছাড়াও নিহত শিমুলের পরিবারের লোকজন অংশ নেয়।

শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান পিন্টু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাংবাদিক হাসানুজ্জামান তুহিন প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, শিমুল হত্যাকাণ্ডের ৫ বছর পার হলেও বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দূরের কথা, বিচারকার্যই শুরু হয়নি। যা অত্যন্ত দুঃখজনক। হত্যাকারীদের কূটকৌশলের কারণে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সংশয়ে রয়েছে সাংবাদিক মহল ও শিমুলের স্বজনরা। অবিলম্বে এ হত্যা মামলার সব প্রতিবন্ধকতা দূর করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল হাকিম শিমুলের স্ত্রী নুরুন নাহার, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক, মেয়ে তামান্না ই ফাতেমা, শাহজাদপুর  সমকাল প্রতিনিধি কোরবান আলী লাবলু, সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, এম এ জাফর লিটন, আল আমিন হোসেন, সাগর বসাক, শামছুর রহমান শিশির, জহুরুল ইসলাম, মাইটিভির প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, রাসেল সরকারসহ শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌর এলাকায় আওয়ামী লীগের দু গ্রুপের রক্ষক্ষয়ী সংঘর্ষের সময় ছবি তুলতে গিয়ে তৎকালীন মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে আহত হন শিমুল। গুরুতর আহত অবস্থায় বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।