ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রেলওয়ের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
রেলওয়ের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

নীলফামারী: রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির বলেছেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী নতুন নতুন রেলপথ বসানো হচ্ছে।

এসব বাস্তবায়ন হলে সুফল পাবেন মানুষ।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় কারখানার ২৯টি উপ-কারখানায় (শপ) কর্মযজ্ঞ ঘুরে দেখেন। পরে কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সৈয়দপুর রেলওয়ে কারখানার সভাকক্ষে আয়োজিত সভায় রেলপথ সচিব বলেন, বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে সরকার অনেকগুলো মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসাবে সৈয়দপুর রেলওয়ে কারখানার আরও আধুনিকায়ন হবে। জনবল নিয়োগ প্রক্রিয়া চলছে। সৈয়দপুরে আরও একটি ক্যারেজ নির্মাণ কারখানা গড়ে তোলা হবে।

এসময় সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, রোলিং স্টক) মো. মঞ্জুর-উল আলম চৌধুরী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিত কুমার তালুকদার, প্রধান  যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই খুদা প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি এর আগে অদম্য স্বাধীনতায় শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে রেলপথ সচিব দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।