ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইলে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, ২ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
টাঙ্গাইলে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, ২ পুলিশ আহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে পুলিশদের মারধর করে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  এসময় হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন- উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন ও পুলিশ সদস্য মাখন চন্দ্র সূত্রধর।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  

পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ও ছিনতাইয়ে নেতৃত্ব দেওয়া এক ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামি রিপন (৩৮) চিলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং হামলায় নেতৃত্ব দেওয়া মিজানুর রহমান (৪০) ভুটিয়া গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে।

শনিবার (২২ জানুয়ারি) গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে।

জানা গেছে, আসামি রিপনের বিরুদ্ধে ছিনতাই ও অপহরণ মামলায় ওয়ারেন্ট ছিল। পরে গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন ও পুলিশ সদস্য মাখন আসামি ধরতে শুক্রবার রাতে ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া এলাকায় যান। এসময় ওয়ারেন্টভুক্ত আসামি রিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার সময় ধোপাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী সিরাজুল ইসলামের ভাই মিজানুর রহমান তার লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ সদস্যদের মারধর করে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেয় তারা। এসময় দুই পুলিশ আহত হলে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ এসে অভিযান চালিয়ে ফের হ্যান্ডকাপসহ আসামি রিপনকে গ্রেফতার করে। একইসময় হামলায় নেতৃত্ব দেওয়া মিজানুরকেও গ্রেফতার করে পুলিশ।

এদিকে হামলায় আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এসআই সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা ও পুলিশ সদস্য মাখনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রেফতার দুইজনকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, রিপনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় মিজানুর ও তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এসময় হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি রিপন ও মিজানকে গ্রেফতার করা হয়। মিজানুর ধোপাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সিরাজুল ইসলামের ভাই। সে নেশাগ্রস্ত এবং ইয়াবা সেবনকারী হিসেবে এলাকায় পরিচিত।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।