শহীদ মিনার থেকে: মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনেও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণে সরকারের বিরুদ্ধে চরম অবস্থাপনার অভিযোগ করেছে বিএনপি।
মঙ্গলবার আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবরে ও পরে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা অর্পণের পর সকাল সাড়ে দশটায় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, একুশের প্রথম প্রহরে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া শহীদ মিনারে ফুল দিতে গেলে সরকার ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাকে দাড় করিয়ে রাখে। সকালেও দলের পক্ষ থেকে তিনি(ফখরুল) ফুল দিতে গেলে দায়িত্বরতরা প্রতিবন্ধকতার সৃষ্টি করে দাড় করিয়ে রাখে। তারা লাইনে দাড়িয়ে থাকলেও লাইন ভেঙে অনেককে আগে যেতে দেওয়াসহ বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়।
তিনি বলেন, এ ধরনের আচরণ ফ্যাঁসিবাদী মনোভাবের পরিচায়ক, গণতন্ত্রের প্রতি হুমকিস্বরুপ।
মির্জা ফখরুল বলেন, তারা ক্ষমতায় গেলে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করবেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রæয়ারি ২১, ২০১২