ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মঞ্জুর হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ আবার পিছিয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

ঢাকা: সাক্ষী উপস্থিত না থাকায় জেনারেল মঞ্জুর হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ আবার পিছিয়েছে। সোমবার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল।



রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি শাহিদুর রহমান বাংলানিউজকে জানান, আদালতে স্যা দেওয়ার জন্য পাঁচ জনকে সমন দেওয়া হয়েছিল।

ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বোরহান উদ্দিন ২৮ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন।

মামলার আসামী এএইচএ এরশাদ, মেজর (অব) কাজী এমদাদুল হক, লে. কর্নেল (অব) মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া আদালতে উপস্থিত ছিলেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থিত বিশেষ জজ আদালতে এ মামলার বিচার কাজ চলছে।

জেনারেল মঞ্জুর হত্যা মামলার ৪৯ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

গত ৫ জুলাই সর্বশেষ সাবেক আইজিপি এএসএম শাহজাহান সাক্ষ্য দেন।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।