ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, ডিসেম্বর ৩১, ২০২১
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু রায়হান ওরফে আল মামুন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার রাজিবপুর ইউনিয়নের ময়দান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রায়হান ওই এলাকার গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। সে রাজিবপুর আফতার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের মিয়া এই তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, আবু রায়হান ওরফে আল মামুন বাড়ির পাশে মাঠ বানিয়ে নিয়মিত বন্ধুদের নিয়ে বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়ে মাঠের লাইট জালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় আল মামুন।

পরে তার বন্ধুদের চিৎকারে স্থানীয়রা আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।