ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে ট্রেন লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর চলাচল শুরু

সোহেল রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

সিলেট: ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ ছিল।

মৌলভীবাজারের বরমচাল রেল স্টেশনে রোববার রাত ১২টায় মাস্টারের অবহেলায় ভুল ক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।

এতে বিভিন্ন স্টেশনে ঢাকাগামী শতশত যাত্রী ভোগান্তিতে পড়েন।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কাশেম বাংলানিউজকে জানান, প্রায় তিন ঘণ্টা পর রেলপথের মেরামত শেষ হয়। এরপর উপবন ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।