ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে বন্যার উন্নতি, এখনো তলিয়ে ২৭ হাজার হেক্টর রোপা আমন

শফিক জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

জামালপুর: যমুনার পানি কমতে থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি আরো ১৪ সেন্টিমিটার কমে সোমবার সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছিল।



বন্যার পানি উঁচু এলাকা থেকে নেমে গেলেও রাস্তা-ঘাট, ফসলি জমিসহ অসংখ্য বাড়ি-ঘর এখনো পানিতে ডুবে আছে। ফলে দুর্গতরা তাদের বাড়ি ফিরতে পারেননি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ‘জেলার ২৭ হাজার হেক্টর রোপা আমন তে এখনো পানিতে তলিয়ে আছে। এসব জমির ফসল বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। পানি নেমে গেলে নতুন করে চারা রোপণ করতে হবে। ’

এদিকে, জেলা প্রশাসন বন্যাদুর্গত মানুষদের জন্য ২শ মেট্রিক টন চালসহ নগদ অর্থ ও গৃহনির্মাণ বাবদ ১ লাখ টাকা বিতরণ করেছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad