ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দলের সংঘর্ষে আহত ৩০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকুট গ্রামে সোমবার সকালে দু’দলের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ১৮ রাউন্ড গুলি এবং তিন রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে।



ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি হামিদুল ইসলাম বাংলানিউজকে জানান, চিলোকুট প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে কয়েকজন ছেলের মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে সোমবার সকাল আটটার দিকে চিলোকুট গ্রামের দু’দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ১৮ রাউন্ড শটগানের গুলি এবং তিন রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে। এসময় পুলিশ ২৮ জনকে গ্রেপ্তার করে।

গুরুতর আহত আহমেদ মোয়াজ্জেম (৫৫), ফেরদৌস মিয়া (৫২), বাছির মিয়া (৫০) এবং হানিফ মিয়াকে (৪০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ফেরদৌস মিয়া ও হানিফ মিয়া পুলিশের শর্টগানের গুলিতে আহত হয়েছেন।

ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন  করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।