ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংসদের শরৎকালীন অধিবেশন বিকেলে শুরু

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
সংসদের শরৎকালীন অধিবেশন বিকেলে শুরু

ঢাকা: সংসদের শরৎকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার বিকেল চারটায়। সংক্ষিপ্ত এ অধিবেশন চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

এ অধিবেশনে বিরোধীদল বিএনপি যোগ দেবে না কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

সরকারিদল আওয়ামী লীগ সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপিকে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ অধিবেশনে নতুন ছয়টিসহ মোট ১৬টি বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে রয়েছে বিডিআরের পুনর্গঠন সংক্রান্ত বাংলাদেশ বর্ডার গার্ড এবং জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত আরও দুটি বিল।

পুরনো বিলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিল, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল, ফৌজদারি কার্যবিধি বিল, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিল, ব্যাংক কোম্পানি বিল, আর্থিক প্রতিষ্ঠান বিল ইত্যাদি।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিতে পরীক্ষা-নিরীক্ষার পর এ সব বিল সংসদে উত্থাপন করার পর্যায়ে রয়েছে।

নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। এরপর পাঁচটি অধিবেশনে মোট ১৫৮ কার্যদিবস সংসদের বৈঠক বসেছে। এর মধ্যে বিরোধীদল বিএনপি যোগ দিয়েছে ৪৬ দিন। আর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংসদে গিয়েছেন মাত্র ৫ দিন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad