ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুরান ঢাকায় চোর সন্দেহে বিদেশি নাগরিককে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে সোমবার ভোরে চোর সন্দেহে সালমান আব্দুল্লাহ (৩০) নামে এক বিদেশিকে গণপিটুনি দেওয়া হয়েছে।

গুরুতর আহত অবস্থায় তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।



চকবাজার থানা সূত্র জানায়, আহত বিদেশি ইন্দোনেশিয়ার নাগরিক। তাবলীগ জামাতের সদস্য হয়ে তিনি ভারত থেকে বাংলাদেশে এসেছেন।

চকবাজার থানার উপ-পরিদর্শক কালাচাঁদ বাংলানিউজকে জানান, ‘সালমান আব্দুল্লাহ মানসিকভাবে অসুস্থ বলে তার দলের অন্য সদস্য মারফত জানা গেছে। সোমবার ভোররাতে তিনি কাউকে কিছু না জানিয়ে কাকরাইলে তাবলীগ জামাতের মসজিদ থেকে বের হয়ে যান। ’

তিনি বলেন, ভোর সাড়ে ৫টায় সালমান আব্দুল্লাহ নাজিমুদ্দিন রোডের নিরব হোটেলের সামনে কুকুরের তাড়া খেয়ে দৌড়াতে শুরু করেন। এতে  স্থানীয় জনতা চোর সন্দেহে তাকে গণপিটুনি দেয়। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয় শাকিল ও রবিন নামে দুই যুবক পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে সালমানকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরে কাকরাইল মসজিদে সালমানের দলের অন্য সদস্যদের খবর দিলে তারা এসে তাকে শনাক্ত করেন।

বাংলাদেশ সময় :১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।