ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে অনুমোদনহীন সার ও পলিথিন ব্যাগসহ আটক ২

তৌহিদ জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

যশোর:  যশোরের ঘুরুলিয়ায় এক সার কারখানায় রোববার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের প্রায় ১০ মণ অনুমোদনহীন সার ও পলিথিন ব্যাগ উদ্ধার করেছে টাস্কফোর্স। এ সময় দু’জনকে আটক করা সম্ভব হলেও কারখানার মালিক পালিয়ে যেতে সক্ষম হন।



কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র নাথের নেতৃত্বে টাস্কফোর্স সদস্যরা রোববার রাত সাড়ে ১০টার দিকে যশোর সদরের ঘুরুলিয়ায় জনৈক রাজু আহমেদের ভেজাল সার কারখানায় অভিযান পরিচালনা করেন। তারা এ সময় বিভিন্ন ব্রান্ডের ছোট বড় প্যাকেটে রতি বিভিন্ন ধরনের সার ও খালি পলিথিন ব্যাগ উদ্ধার করেন।

এ সময় টাস্কফোর্স কারখানা থেকে আজিজুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম (৩৫) নামে দু’জনকে আটক করে। আটককৃতরা নিজেদের ওই কারখানার শ্রমিক হিসেবে পরিচয় দিয়েছেন।

এ রিপোর্ট লেখার সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।